চাঁদের মত সঙ্গী চাই না
মনের মত বন্ধু চাই;
চাঁদ পালাবে পক্ষ পরে
বন্ধুকে সদা পাওয়া যায়।
চাঁদের আলো দেখতে ভালো
অমাবশ্যায় পাওয়া দায়!
সেই হল আসল বন্ধু
যাকে বিপদে পাওয়া যায়।
সুখের সময় আসবে
দুঃখের সময় পাঁড়ি;
চাই না এমন বন্ধু
রইল চির আড়ি।
আমি যদি বন্ধু ভাবি
কেমনে ভাববে পর?
তোমার মনে হবে বন্ধু
আমার বসত ঘর।
তোমার সুখে হাসব আমি
কাঁদব তোমার দুঃখে
অনন্তকাল তোমায় আমি
রাখব আমার বুকে।
২৮-০১-১৬ইংচাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন