বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

আসুন প্রত্যেক ভালবাসাকে সম্মান জানাই!

 পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশের মানুষ ও ভালবাসা দিবসটি পালন করেছে।আমি ও এর বিপক্ষে নই,আমিও চাই প্রত্যেক মানব অন্তরে ভালবাসার জন্য সম্মান জাগ্রত হোক!
মুলত যৌবনের আগমনে কিছু যুবক যুবতি পরিবার কিংবা সমাজের অগোচরে ভালবাসা নামক সর্ম্পকে জড়িয়ে পড়ে। ধীরে ধীরে তারা হৃদয়ের বিনিময়ে গভীর প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে যায়।পরে বুঝতে পারে তাদের ভালবাসা সফল হবে না বাধার কারণে। তাই যারা অগোচরে নিজেদের জীবনকে ভালবাসার কাছে উৎসর্গ করে দিয়েছে,তাদের ভালবাসাকে সামাজিক ভাবে স্মৃকৃতি দিয়ে, পৃথিবীর সকল ভালবাসাকে সম্মান জানানোর জন্য দিনটির আয়োজন!
ভালবাসা ছাড়া পৃথিবীর কোন কিছুই সম্ভব নয়। স্রষ্টার ভালবাসা না থাকলে যেমন এই পৃথিবী হত না! পিতা-মাতার ভালবাসা না থাকলে আমরা সুন্দর পৃথিবীর আলোই দেখতাম না!
আমরা দুনিয়ায় আসার দশমাস আগে থেকে মা আমাদের জন্য কষ্ট করেছেন! জীবনের ঝুকি নিয়ে আমাদেরকে ভুমিষ্ট করেছেন,তারপর আমাদের জীবনকে সাজিয়েছে তিলে তিলে!এটা কি মায়ের ভালবাসা নয়?
পিতা আমাদের কল্যানে জীবনের সকল সঞ্চয় বিলিয়েছন,ভাল খাবার নিজে না খেয়ে আমাদের খাওয়াতেন,এটা কি পিতার ভালবাসা নয়?
ছোট ভাই/বোনটি যখন কাঁদছিল/খেলছিল তখন বড় ভাই/বোন কোলে নিয়ে চুমা দিয়ে দুলাচ্ছিল,এটা কি বড়দের ভালবাসা নয়?
বড় ভাই/বোন বাহির থেকে আসবে বলে আশা করে করে যে দাড়িয়ে রইল,জড়িয়ে ধরে আদর করল,তা কি ছোটদের ভালবাসা নয়?
প্রত্যহ যে প্রতিবেশি আমাকে দেখে কেমন আছ বলে প্রশ্ন করে,এটা কি প্রতিবেশির ভালবাসা নয়?
যে গুরু সবটুকু মেধা দিয়ে আমাদেরকে বুঝিয়েছে ভাল আর মন্দ,এটা কি গুরুর ভালবাসা নয়?
যে সকল বীর শহীদেরা আমাদের দেশ ও ভাষার জন্য জীবন দিয়ে আমাদের করেছে স্বাধীন,এটা কি তাদের ভালবাসা নয়?
আমাদের চারপাশের মানুষ গুলো প্রতিনিয়ত আমাদের ভাল খারাফ চিন্তা করে বসবাসের উপযোগি করে রেখেছে,এটাও কি ভালবাসা নয়?
সকল প্রশ্নের উত্তর হ্যা হওয়া সত্বেও মানুষ এই সকল ভালবাসাকে ঠিকিয়ে রাখতে আরও একটি ভালবাসার প্রয়োজন বোধ করে,সেটা হল বিপরীত লিঙ্গের ভালবাসা।
এই ভালবাসাকে পুজি করে বিদেশী প্রচার মাধ্যম গুলোর উসকানিতে আমাদের যুব সমাজ হারিয়ে যাচ্ছে পশুর রাজ্যে!ভুলে যাচ্ছে মানব সভ্যতা কাকে বলে, ভুলে যাচ্ছে আগের ভালবাসা গুলোকে। নকল করে পাশ করে যেমন জ্ঞান অর্জন সম্ভব নয়, তেমন আগের ভালবাসা গুলোকে মুল্যায়ন না করে ভালবাসা যায় না!
 আসুন রাসুল (সঃ) এর কিছু হাদীস মেনে চলি,এবং ভালবাসতে শিখি
*তোমরা আত্বীয়তার সম্পর্ক ছিহ্ন করিও না!
*প্রতিবেশির হক আদায় কর।
*দেশ প্রেম ঈমানের অঙ্গ!
*যে বিবাহ করল সে অর্ধেক দ্বীন পুরা করল।
* চরিত্রবান স্ত্রী স্বামীর জন্য শ্রেষ্ট সম্পদ!
* সে পুরুষ ভাল যে তার স্ত্রীর নিকট ভাল।
আসুন বেহায়াপনা ও অশ্লীলতাকে ত্যাগ করে সত্যিকারের ভালবাসাকে ভালবাসতে শিখি!
১৪/০২/১৭ইং

কোন মন্তব্য নেই: