অভিনয়
----------------------------
মাঝে মাঝে নিজেকে
পাগল পাগল মনে হয়;
যেন পান্ডুলিপি হাতে
করছি পাগলের অভিনয়!
যার চরিত্র যেমন আঁকা
তারে তেমন দেখা যায়;
কালকে যে রাজা ছিল
আজ সে ফুতপাতে ঘুমায়!
গত বালক আজকে বাবা
কাল দাদা পরশু পর্ব শেষ;
সবার কাধে চড়ে যাবে সে
আর পাবেনা হবে নিরুদ্দেশ!
কেউ কাঁদে কেউ হাসে
আবার কেউ করে ভন্ডামি;
একলা বসে ভাবছে খোরশেদ
একী হচ্ছে আমার পাগলামি?
১৭/০১/১৭ইং
----------------------------
মাঝে মাঝে নিজেকে
পাগল পাগল মনে হয়;
যেন পান্ডুলিপি হাতে
করছি পাগলের অভিনয়!
যার চরিত্র যেমন আঁকা
তারে তেমন দেখা যায়;
কালকে যে রাজা ছিল
আজ সে ফুতপাতে ঘুমায়!
গত বালক আজকে বাবা
কাল দাদা পরশু পর্ব শেষ;
সবার কাধে চড়ে যাবে সে
আর পাবেনা হবে নিরুদ্দেশ!
কেউ কাঁদে কেউ হাসে
আবার কেউ করে ভন্ডামি;
একলা বসে ভাবছে খোরশেদ
একী হচ্ছে আমার পাগলামি?
১৭/০১/১৭ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন