বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

অযতা সময় নষ্ট করবেন না!

আসলামু আলাইকুম।সবাই আশা করি ভাল আছেন,আল্লাহর রহমতে আমিও ভাল আছি।আজ যে বিষয় নিয়ে লিখতে বসলাম তা হল "অযতা সময় নষ্ট না করা"
পৃথিবীতে একটা নিয়ম হয়ে গেছে যে তুমি দিলে আমিও দেব যার নাম বিনিময়!
আজকাল মানুষ বিনিময় ছাড়া কিছু বোঝেনা।আজকের দিনে যদি কেউ সপ্ন দেখে অমুক কোম্পানি ফ্রীতে একটা টাকা দেবে,তা ভাবা বোকামী ছাড়া কিছু নয়।
আজকাল নেটে ডুকলেই দেখি একাউন্ট করলেই হাজার হাজার ডলার ফ্রী!এখনই নিয়ে কাজ শুরু করুন আর আয় করুন!সম্পুর্ন বোকাস এবং বানোয়াট তবে হ্যা আপনি যদি গাদা হতে পারেন তবে আপনি কিছুটা জল পেতে পারেন কিন্তু ওদের থেকে এক সিকিও না! তাই ফ্রীতে লাখ লাখ ডলারের সপ্ন দেখবেন না! বিশেষ করে যারা অনলাইনে আয় করতে চান।যারা অনলাইনে আয় করতে আগ্রহি তারা অভিজ্ঞ লোকের কাছ থেকে সম্পুর্ন ট্রেনিং নিয়ে চেষ্টা করবেন অযতা এদিক সেদিক সময় নষ্ট না করে সময়কে কাজে লাগান। আমি এই বিষয়ে অভিজ্ঞ নই তবে অনেক একাউন্ট করে পাচ্ছি পাচ্ছি ভাব শেষে "০" তাই সবার জন্য এই পরামর্শ।
সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ.......

কোন মন্তব্য নেই: