এক সেকেন্ট নাই ভরসা
কখন কি হবে!
কিসের এত গৌরব তোমার
ক্ষনিকের এই ভবে!
হতে পার মহা ধনী
তুমি মহা বীর;
চলে যেতে হবে তোমায়
যেমন মুসাফির!
এক মালিকের একই মাল
প্যাকেট শুধু ভিন্ন!
ধনী গরিব কালো ধলো
ঐ প্যাকেটটার জন্য।
ছিড়ে ফেললে প্যাকেট তোমার
হবে সবার মত দাম;
এই ভবে হবে না জায়গা
তোমার লাশ হলে নাম!
১৬/১০/১৮ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন