শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

সাদা মনে কাদা


আমার সাদা মনে যারা
কাদা মাঁখিছে;
আমার মন তাদের জন্য
ক্ষমা চাহিছে।
মনের কাদা সরাতে
আমি যতটা ক্লান্ত;
ওহে বিধি তাদের তুমি
কর আরও বেশী শান্ত।
সময় অসময়ে যারা
আমাকে কাঁদাল;
আমার মনের আঘাতে
চোখের জল বুকে গড়াল!
ওহে বিধি তুমি তাদের
রাখ আরও বেশী সুখে;
কৃতজ্ঞতায় চোখের জল
থাকুক তাদের বুকে।
হৃদয় এখন কষ্টের নদী
জোয়ার যেন আসে;
সকল ব্যাথা সয়ে যেন
মুখটা আমার হাসে।
যাদের নিয়ে সুখে দুঃখে
আমার অতীত কেটেছে;
শুনতে যেন পাই বিধি
তারা মহা সুখে আছে।
কেমন আছি প্রশ্নে যেন
ভাল আছি বেশ;
প্রশ্নবানে মনটা যেন
হয় সাদার চেয়েও বেশ।
20-10-15ইং4:34am

কোন মন্তব্য নেই: