বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯
স্রষ্টার প্রেম
হাওয়ার প্রেমে হাওয়া মগ্ন
হাওয়ায় মত্ত মাটি;
খোরশেদ আলম বুঝেনা
কার প্রেম শতভাগ কাটি!
মাটির চাওয়া হাওয়া
আরও মাটির লোভে;
খোরশেদ আলম ভাবে
এই প্রেম কত দিন রবে?
হাওয়াকে আটকাতে হাওয়া
বানাল মাটির ঘর;
মাটির প্রেমে পড়েনি হাওয়া
চলে যাবে মেয়াদ পর।
মাটির ঘরে বন্ধি হাওয়া
হাওয়াতে প্রাণ সঞ্চার;
মাটির প্রেমে মগ্ন মাটি
হাওয়াতে তাই প্রেম তার।
পর প্রাণ নিয়ে মাটি
দেখায় নিজের ক্ষমতা;
মাঝে মাঝে হিংস্র সাজে
এইটা কার ব্যর্থতা?
হাওয়ার প্রেমে হাওয়া
মাটির প্রেমে মাটি;
খোরশেদ আলম বুঝেনা
কার প্রেম শতভাগ কাঁটি।
হাওয়াকে দিলে মুক্তি
চলে যাবে শুণ্যতে;
মাটির ঘর মাটি হয়ে
রবে পড়ে মাটিতে।
ভাবছে খোরশেদ আলম
তাহার বলতে ইচ্ছা হয়;
হাওয়াকে বিজিতে যেন
মাটির মনে লয়।
হাওয়া মাটি একই প্রেমে
যদি মজে তাদের মন
সফল হবে দুজনই
পাবে স্রষ্টার মন।
১৭-০১-১৬ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন