সুখের নামে দুঃখ বিক্রি
হয় হাজার হাজারে....!
সবার লক্ষ সুখের দিকে
সুখ বাজারে নাই;
সুখের প্রলেপ নিয়া
দুঃখ ঘরে যায়!
দুঃখের বেপারি......
সুখের প্রলেপ নিয়া
সে করছে আহাজারি....
সুখ সেত হয় না ধরা
পাওয়া যায় না হাতে,
সেত বিক্রি হয়ে যায়
গভীর রাতে......।
চক্কু আর কানের দোষে
সুখ কে বেচে দেয়,
বিনিময়ে দুঃখ কে
চড়া দামে কিনে নেয়!
এই বাজারে সাথী যারা
দুঃখকে সুখ বুঝে...
আজও তাদের মাঝে
আমি রইয়াছি মজে!
১৯/০১/১৯ ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন