ব্যর্থ সবি,ব্যর্থ মানবতা;
অর্থের লোভে মত্ত সাদিক
বিকিয়েছে তার সততা!
অর্থ সেত মত্ত আছে
বাড়াতে নিজ ক্ষমতা;
কিনেছে সকল প্রতিবাদী
কিনেছে সকল নেতা!
চক্ষু বন্ধি করে নিত্য
নিরহ দুর্বল মেরে যায়;
যাহা থাকে অল্প সল্প
কৌশলে নিয়ে যায়!
অর্থের গন্ধে শকুনেরা
চাতক হয়ে আছে;
দেখিয়ে কলার ছোবলা
নিজেদের পেটে গিলছে!
লোভীর দাবী একটা আনা
তুমি ষোল আনা নাও;
আমার হিসেব বুঝিয়ে দিয়ে
তুমি দুনিয়াটা নিয়ে যাও!
১০/০১/১৯
সংগ্রহীত ছবি |
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন