বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

কুয়াশা!


কুয়াশার চাদরে
ঢাকা খুব আদরে
খুব শীত বাপুনি
মাঝে মাঝে কাঁপুনি
থাকতে চাই এড়িয়ে
তবু থাকে জড়িয়ে
থাক সবে ভিতরে
যেওনা কেউ বাইরৈ
খুব আরাম বিছানা
ছাড়তে মন চাইনা
ওরে ঘড়ির কাটা থাম
একটু পরে যাম
বাইরে দেখা যায় না
শুধু কুয়াশার কণা।
26-12-15ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই: