শুক্রবার, ২৭ জুন, ২০২৫

রাজনীতিবিদ সেই

রাজনীতিবিদ সেই 
দেশের কথা ভাববে যেই 
রাজনীতিবিদ সেই 
জনতার কথা বুঝবে যেই
রাজনীতিবিদ সেই 
প্রিয় সন্তানকে দেশে পড়াবে যেই
রাজনীতিবিদ সেই 
নিজের আরোগ্য দেশে খুজবে যেই
রাজনীতিবিদ সেই 
জনতার দূঃসময়ে পাশে থাকবে যেই
রাজনীতিবিদ সেই 
দেশের সমস্যা সমাধানে লড়বে যেই
রাজনীতিবিদ সেই 
নিজেকে বিলিয়ে দেবে যেই
রাজনীতিবিদ সেই 
ক্ষমতা আর অর্থমোহে অন্ধ হবে না যেই
রাজনীতিবিদ সেই 
নীতির জন্য স্বজন প্রীতি ত্যাগ করে যেই 
রাজনীতিবিদ সেই 
নিজের স্বার্থে অন্যের গোলামী করে না যেই
রাজনীতিবিদ সেই 
ক্ষমতা কিনতে চাই না যেই
রাজনীতিবিদ সেই 
চামচামি আর তোষামোদি করে না যেই
রাজনীতিবিদ সেই
নীরবতার মাঝে প্রতিবাদ করে যেই
রাজনীতিবিদ সেই
জনতার মাঝে নিজের সুখ খুঁজে পাবে যেই
রাজনীতিবিদ সেই ।
হাজার বছর রাজনীতি করে 
সুসময় যেজন করে পকেট ভারি 
আসলে সে রাজনীতিবিদ নয় 
সেতো হল মুখোশধারী! 

২০২৫ ইং 
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

প্রতারণার চতুর্থ পর্ব (দ্বিতীয় অংশ)

টাকাটা ক্যাশিয়ারের হাতের জমা হওয়ার পর আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আজকে শুটিং হবে না এই এই সমস্যা। আপনি আজকে চলে যান আগামী ২০ তারিখ আসবেন আপনাকে দেখি আরো ভালো চরিত্র দেওয়া যায় কিনা। সেখানে খরচ আর একটু বেশি হবে চরিত্রটা সেরকম হবে আপনি 20 তারিখ আসার সময় ১০ হাজার টাকা নিয়ে আসেন ঠিক আছে আপনি আসেন। এইভাবে তারিখ পাল্টাবে টাকার এমাউন্ট পাল্টাবে শুটিংয়ের সময় কিন্তু আর ফিক্সড হবে না আপনি ক্লান্ত হয়ে যাবেন পকেট শূন্য হয়ে যাবে পরে আপনি আর যাবেন না।

(এগুলো কিছু সংখ্যক দুর্নীতিবাজ প্রতারক চক্র করে থাকে)
আমাদের সবারই জানা হয়ে গেছে যে নতুন লেখক বা শিল্পী হতে হলে প্রথমে নিজেকে উপস্থাপন করার জন্য কিছু টাকার প্রয়োজন হয় যেমন একটা বই প্রকাশ করতে হবে তার জন্য টাকা লাগবে নতুন লেখকের বই কোন প্রকাশক মাগনা প্রকাশ করবে না ।তাই প্রথমে একটা বই প্রকাশ করতে যতগুলো টাকা দরকার সব টাকা লেখককে দিতে হবে,বিনিময়ে লেখক একশতটি বই পাবে ।লেখকের সাথে প্রকাশকের আর কোন লেনদেন সম্পর্ক নাই। কিছু কিছু প্রকাশক এমন চিন্তা ভাবনা নিয়ে ব্যবসা করতে আসছে ১০০ পিস বই লেখককে দেয়ার পর তার লাভ কি পরিমান থাকবে সে হিসাব করে বই প্রকাশ করে কিন্তু বাকি যে বইগুলো প্রকাশ করার কথা বলে সেগুলো মোটেও প্রকাশ করে না বিধায় নতুন কোন লেখক সহজেই প্রতিষ্ঠিত হতে পারে না।যেমন আমিও ২০১০ সালের একটা বই প্রকাশ করেছিলাম। প্রকাশক আমাকে ১০০ পিস বই দিয়ে তার দায় দায়িত্ব শেষ করেছে কিন্তু চুক্তি ছিল ১০০০ টি বই প্রকাশ করবে কিন্তু করেনি। চুক্তিপত্রে প্রকাশক চেয়েছিল গ্রন্থ সত্য প্রকাশক দিয়ে নিজের রাখতে আমি কিন্তু গ্রন্থসত প্রকাশক দেয়নি। 

যদি এই রূপ হয় নতুন লেখক ১০০টি বই দিয়ে প্রতিষ্ঠিত হতে পারবে?


আমার এই লেখা দ্বারা যদি কেউ বা কোন গোষ্ঠী কষ্ট পেয়ে থাকেন তবে আন্তরিকভাবে দুঃখিত। কোন দল বা গুষ্টিকে ছোট করার জন্য নয় শুধুমাত্র কিছু সংখ্যক প্রতারক থেকে এই উদীয়মান স্বপ্ন দ্রষ্টাকে বাঁচিয়ে রাখার চেষ্টা মাত্র।



লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

অন্ত পুরের সপ্ন বীণা

অন্ত পুরের সপ্ন বীণা
মোহাম্মদ খোরশেদ আলম
---------------------------------
আমি হলাম সপ্ন চাষি
সপ্ন আমার রাশি রাশি
বলে সপ্নেরা আসি আসি
আমি সপ্নকে ভালবাসি!
কিছু সপ্নরা খেল ফাঁসি
সুখ পালাল কাঁশি কাঁশি
ধরে আছি সপ্নের রশি
কিছু সপ্ন ফুটাই হাসি!
আছি ঠিক যেমন চাষি!
মলিন আজ মুখের হাসি 
স্বপ্ন আমার হল বাসি
তবুও রইলাম খুশি 
আমি যে স্বপ্ন চাষি!

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

প্রতারণার ফাঁদ! চতুর্থ পর্ব (প্রথম অংশ)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। 

সম্মানিত পাঠক ও পাঠিকাগন আমি আগেই ঘোষণা দিয়েছিলাম এবারের প্রতারণা বিষয় হবে নতুন লেখক লেখিকা অথবা নতুন শিল্পীদের জন্য। আগে আমি মোবাইল ব্যাংকিং লেনদেনে প্রতারণার বিষয়ে আলোকপাত করেছি আজকের বিষয় নতুন লেখক /লেখিকা ও শিল্পী। 

আসলে নতুন যারা লেখালেখি করে বা নাচ-গান। বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমের মাধ্যমে কম বেশি সবাই অভিনয় নাচ গান সহজে আয়ত্ত করে নিচ্ছে। আমাদের সময় উপন্যাস,কবিতা,সাপ্তাহিক টিভি সিনেমা ইত্যাদি ছিল এখন আর ও সমৃদ্ধ হয়েছে তাই সহজে উঠতি বয়সে ছেলে মেয়েরা সহজে এসব মাধ্যমে জড়িয়ে পড়ে।তাদের ভিতর একটা আবেগ কাজ করে যে আমাকে লেখক হিসেবে বা শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। 

তাই কোথাও কোন বিজ্ঞাপনে লেখা আহবান বা কারো মাধ্যমে ঠিকানা পেলে কয়েক টাকা খরচ করে লেখা বা ভিডিও পাঠিয়ে দেই উক্ত ঠিকানায়। কিন্তু আমার বা আপনার লেখাটি পৌঁছানোর পর ওখান থেকে চিঠি আসে লেখক হিসেবে সদস্য হওয়ার আহ্বান সেই সাথে সদস্য ফি বাবদ ১২৫০ টাকা বা অনুরুপ ইত্যাদি।এক সময় আমার নামে বই আসে যা টাকা দিয়ে নিয়েছি আমার লেখা প্রকাশিত বই মনে করে। প্যাকেট খোলার পর বুঝি এখানে আমার কোন লেখা নাই তারা তাদের প্রকাশিত বই আমাকে বিক্রি করল যা আমার কোন ইচ্ছাই নেই। তবে কিছু সংগঠন বা বড় কোন কোম্পানি তাদের ব্র্যান্ডিংয়ের জন্য কিছু প্রতিযোগিতার আহবান করে আপনি নির্দ্বিধায় এ সমস্ত প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারেন। আমি অনেকগুলোতে অংশগ্রহণ করেছিলাম তারা বিনা খরচে আমার প্রাপ্যটুকু আমাকে দিয়ে দিয়েছেন। যেখানে আমার খরচ মাত্র ডাকযোগে লেখা পাঠানোর খরচ টাই। আমার নামে বই পাঠিয়েছে সার্টিফিকেট দিয়েছে সব বিনা খরচে। অভিনয়শিল্পী /মডেলিং/নাচ গান ক্ষেত্রে বিজ্ঞাপন ছাপানো হয় নতুন শিল্পীর জন্য। আবেদন করলে আবেদনপত্র পাওয়ার সাথে সাথে শিল্পীর কাছে চিঠি আসে আপনি নির্বাচিত হয়েছেন জুরিবোড আপনাকে মনোনীত করেছে। সদস্য ফি বাবদ ৫০০০ টাকা বা অনুরূপ ইত্যাদি জমা দিয়ে সদস্য কার্ড নেওয়ার জন্য। উক্ত টাকা জমা দেওয়ার পর নতুন পর্ব শুরু হবে ।

আগামী ১০ তারিখ আপনার শুটিং আপনাকে যে চরিত্র দেয়া হবে সেই চরিত্রে অভিনয় করতে হবে । রাজি হয়ে গেলেন। অভিনয়ের পোশাক ও অন্যান্য খরচ বাবদ ২০ হাজার টাকা দরকার,আপনি আসার সময় টাকাটা নিয়ে আসবেন। এবার আপনার চলে আসার পালা। আপনি দশ তারিখে হাজির হবেন টাকা নিয়ে। আপনি যখন যাবেন প্রযোজক পরিচালকের ছবি দেখিয়ে পরিচয় করিয়ে দেবে। অমুক ছবির পরিচালক, অমুক নাটকের পরিচালক ইত্যাদি।


পরবর্তী দ্বিতীয় অংশে





শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

কবিতা:-মৃত্যুর পর 
লেখক,আবৃতি ও এডিটিং:-মোহাম্মদ খোরশেদ আলম
ভিডিও চিত্র সংগ্রহীত। 


লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

সুখ বিলাপ 
লেখক,আবৃত্তি এডিটিং :-মোহাম্মদ খোরশেদ আলম
চিত্রসমূহ সংগ্রহীত 



লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

প্রতারণার নব ফাঁদ তৃতীয় পর্ব

আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা আমার প্রতারণার নব ফাঁদ প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব পড়েছেন।
এখন তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা মনোযোগ সহকারে পড়বেন,এবং আমাকে ভুল ত্রুটি জানিয়ে উৎসাহিত করবেন। 
প্রতারণা আমাদের সমাজের প্রতি রন্দ্রে রন্ধ্র বিদ্যমান আসলে আমি কেবলমাত্র কিছু প্রতারণার সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি,আজকে ধারণা দেবো মোবাইল ব্যাংকিং গ্রাহকদের জন্য ,দ্বিতীয় পর্বে জানিয়েছিলাম ভুয়া এসএমএস দিয়ে কিভাবে প্রতারণা করে, আজকে আরো কিছু জানাবো। 
বিশেষ করে যারা সরকারি প্রণোদনা বা বিভিন্ন উপবৃত্তি সহ আরো সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার জন্য মোবাইল ব্যাংকিং একাউন্ট দিয়েছেন তাদের জন্য খুবই জরুরী বিষয়। যখন আপনি টাকা পাওয়ার সময় হবে অথবা টাকা পাবেন এমন সময় বেশিরভাগ তবে সব সময় মাথায় রাখতে হবে কিছু অসাধু ব্যক্তি আপনাকে ফোন করে বলবে আপনি কি অমুক,আপনার পিতার নাম কি এই,আপনি অমুক কাজের জন্য আবেদন করেছেন? আপনার প্রত্যেকটি উত্তর যখন হ্যাঁ হবে তখন আপনাকে বলবে আপনার মোবাইলে একটা এসএমএস পাঠানো হয়েছে ,যা আপনি যে নিশ্চিত এই ব্যক্তি তা নিশ্চিত হওয়ার জন্য , অথবা আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়েছে ঠিক করার জন্য ।যদি আপনি এসএমএস টা দেখে ছয় সংখ্যার যে একটি কোড পাঠানো হয়েছে ওইটা বলুন আপনার অ্যাকাউন্টটি ঠিক করে দেওয়া হবে।
আপনি ছয় সংখ্যা কোড দেওয়ার পর আপনাকে ধন্যবাদ জানিয়ে কলটা শেষ করবে। এখন আপনার মোবাইলে যত টাকা ঢুকবে সব সে দেখবে এবং সে টাকা নিয়ে নেবে। 
কিছুদিন পর যখন আগের কথা ভুলে যাবেন তখন আবার কল দিয়ে একই ভাবে শুরু করবে আপনার নাম এই, পিতার নাম এই, ইত্যাদি আপনার পরিচয় আপনাকে দিয়ে  বিশ্বাস জমিয়ে বলবে আমি অমুক, অমুক ব্যাংকের কর্মকর্তা আপনার একাউন্টে সরকার ২০ হাজার টাকা দেবে যদি আপনি আপনার মোবাইলে ৫০০০ টাকা ঢুকান ,আপনার একাউন্ট সচল আছে কিনা জানার জন্য টাকাটা ঢুকাতে হবে , টাকাটা তো আমাকে দিচ্ছেন না,আপনার টাকা আপনার একাউন্টে ঢুকাচ্ছেন,টাকা ডুকান আমাকে কল করে জানান, আমি আপনার টাকার ব্যবস্থা করে দিচ্ছি।তবে বিষয়টা কাউকে বলবেন না এমনকি দোকানদার জিজ্ঞেস করলে বলবেন আপনার প্রয়োজন। কেননা বর্তমানে কেউ কারো ভালো দেখেনা।
যদি এক টাকাও ঢুকান তাহলে সাথে সাথে ওরা আপনার টাকা আপনার একাউন্ট থেকে নিয়ে নেবে।
আপনি যদি কোড নাম্বার দিতে দেরি করেন অথবা টাকা ঢুকাতে দেরি করেন, তাহলে বলবে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছি আপনি কোন টাকা পাবেন না এখনো সময় আছে সুযোগ দিচ্ছি আপনি কি কোড নাম্বারটা দিচ্ছেন বা টাকা ঢুকাচ্ছেন?
আমি এখন ব্লক করে দিচ্ছি! 
যদি এর কথায় আপনি কোড নাম্বার দিয়ে দেন অথবা টাকা ডুকান আপনাকে ধন্যবাদ জানিয়ে লাইনটা কেটে দেবে এরা ভুয়া অ্যাপস এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি নিজেরা চালু করে রাখবে যাতে আপনার একাউন্টে টাকা ঢোকার সাথে সাথে প্রতারক চক্র টাকা নিয়ে নেবে আপনি আর কোন টাকা পাবেন না। পরবর্তী যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মোবাইল একাউন্টের পিন নাম্বার পরিবর্তন করে দেননি ততক্ষণ আপনি একাউন্টের মালিক হতে পারবেন না। যদিও পিন নাম্বার পরিবর্তন করেন তবে তারা আবার কল দেবে আপনাকে সজাগ থাকতে হবে। এদের কল এড়িয়ে যেতে হবে।
অতএব আপনারা কাউকে কখনো মোবাইলের এসএমএস থেকে কোড নাম্বার দেবেন না। এবং সরকারি অথবা ব্যাংকের কোন কর্মকর্তা আপনাকে কখনো কোনদিন কল করবে না।

যদি আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার হুমকি দেয় সে বন্ধ করতে পারবে না হয়তো সে বারবার ভুল পিন দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্ট লক করতে পারে কিন্তু আপনি চাইলে এখন লক খুলতে পারবেন কিন্তু টাকা যদি নিয়ে যায় আপনি আর ফেরত পাবেন না অতএব সাবধান থাকুন ।
১৩/০৫/২০২১ ইংরেজি একটা কোম্পানির আমার সঙ্গে সম্পর্কিত কর্মকর্তার নাম্বার হ্যাক করে আমাকে কল করেছিল পরপর আরো দুইটা নাম্বার থেকে কল করে আমাকে ব্যস্ত রেখে আমার মোবাইল থেকে ৪ হাজার টাকা নিয়ে গেছে। পরে জানতে পারলাম ওরা ওই কোম্পানির লোক, আমার নথিপত্র ওদের কাছে থাকাতে এই প্রতারণার সুযোগ পেয়েছে, টাকা আর পাওয়া হলো না।
মহান আল্লাহপাক আমাদের সবাইকে হেফাজত করুক আমাদের জান মালের নিরাপত্তা দান করুক।
ধন্যবাদ!

আগামীতে আসছে নতুন লেখক লেখিকা, নবীন শিল্পীদের ফাঁদে পড়ার ........

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

মা! 
লেখক, কন্ঠ, এডিটিং:-মোহাম্মদ খোরশেদ আলম 
চিত্রসমূহ:-সংগ্রহীত



লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!



আল্লাহ তুমি দয়ার সাগর 
লেখক, কন্ঠ,এডিটিং মোহাম্মদ খোরশেদ আলম
চিত্র সমূহ :-সংগ্রহীত


লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

মুক্ত থাকুক জাতি 
লেখক:-মোহাম্মদ খোরশেদ আলম 

হিংসা ভুলে 
বিদ্বেষ ভুলে
ভুলে যাও শত্রুতা; 
ভুলে যেও না তুমি 
তোমায় যে দিয়েছে ছাতা। 
আম বেচ জাম বেচ
বেচো ব্যথার মলম ;
বেচ না গো বন্ধু তুমি 
তোমার হাতের কলম। 
দুঃখ আসুক কষ্ট আসুক 
হোক না নিজের ক্ষতি 
অমানিষার ঘোর কেটে যাক 
মুক্ত থাকুক জাতি। 
মানচিত্রের মান রাখ
থাকতে দেহে প্রাণ;
মানচিত্র না থাকিলে 
কে করবে তোমায় সম্মান। 
যতই হোক আধার কালো 
জ্বলবে ঠিকই বাতি 
সচল রাখো বুদ্ধি বিবেক 
মুক্ত থাকুক জাতি।

২৬/১০/২০২৪ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

স্বরচিত কবিতা 
মুক্ত থাকুক জাতি 
লেখক মোহাম্মদ খোরশেদ আলম 



লেখাটি পড়ে যদি আপ নার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না।

রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

কেমনে করে দাবি

বানাইয়া নিজের হাতে পুতুল
এঁকে হরেক ছবি:
সেসব তোমার করবে মঙ্গল
কেমনে করো দাবি?

আমি নাকি তোমরা বেকুব
বসে বসে ভাবি !
সেসব তোমার করবে মঙ্গল
কেমনে করো দাবি?

রং দিলা মনের মতন
আকৃতি দিলা নিজে;
সুখ শান্তি কল্যাণ
আরো চাও কত কিযে!

এক কদম হাঁটার জন্য
যার ক্ষমতা নাই
সে কেমনে করবে
অশান্তি আর দুষ্কৃতি বিদায়!

গলে গিয়ে কাদা হবে
ঢেলে দিলে পানি;
সেই সবে নাকি দূর করিবে
তিমির রজনী!

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

প্রবাসীরা সুখে নাই
কত কষ্ট তাদের মনে;
কবে হবে মিলন খোদা 
আমার প্রানবন্ধুর সনে!
এইতো আমার সপ্নের জাল
আর বেশি নাই বাকি;
না জানি কেমন আছে
আমার প্রানপাখি!
চটপট করে হৃদয় 💓
থাকতে ময়নার পাশে
হিয়ার মাঝে শূন্যতা
ক্ষনেক যায় আর আসে...
দিনের পরে রাত আসে
রাতের পরে দিন!
সর্বাঙ্গে অস্থির অস্থির
আমার বন্ধুয়া বিহীন।
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

কূপ!
মোহাম্মদ খোরশেদ আলম

পুরুষ জাতির টাকা
নারী জাতির রুপ!
এই দুই হল দুনিয়ার
বিশাল একটা কূপ!
এই কূপে পড়ে হইছে
অনেকে দিশেহারা!
এমন কান্দন দেখছি
যেমন কান্দে শিশু মা ছাড়া।

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

আবরণ
মোহাম্মদ খোরশেদ আলম 

 তুই লেংটা থাকবি
নাকি ঢেকে রাখবি;
 কার কি আসে যায় 
 চেয়ে দেখ রাস্তার দ্বারে 
 কত লেংটা ঘুমায়! 
 যার সাথে যার বসবাস; 
 ধান ক্ষেতে কি 
হয় মধুর চাষ? 
 তোর মত তুই খুজে নিয়ে 
 খেলে যা লেংটা তাস!
 সময় হলে জানতে পারবি
 কোন যুগে তোর বসবাস! 
কাঠালের গাঁয়ে কাঁটা ভরা 
 ভিতরে কি মিষ্টি! 
 কলা🍌যদি ছিলে বেঁচে
 যাবে কি তোর দৃষ্টি? 
 যার যতটুক শালীনতা 
 বজায় রাখতে হবে ;
 সমাজটা তো আমাদেরই 
 সাজিয়ে রাখতে হবে। 

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
রোজা! 
মোহাম্মদ খোরশেদ আলম
রোজা তোমার কাছে বোঝা মনে হয়
আমার কাছে সোজা!
রোজা তোমার কাছে পূজা মনে হয়
আমার নিজেকে বুঝা।
রোজা তোমার কাছে গ্যাষ্টিক
আর দারুন ক্ষুধার চাপ;
আমার কাছে স্বাস্থ নিয়ন্ত্রণ
ক্ষয় করে পুর্ব পাপ!
রোজা মানে তোমার কাছে
উপোস থাকা সারাক্ষন!
আমার কাছে আল্লাহ ও
তার সন্তুষ্টি পাইতে অনশন।
রোজা মানে তোমার কাছে
ধর্মের অন্ধ অনুসরণ!
আমার কাছে আত্বশুদ্ধি
আর শুদ্ধতার প্রচলন।
 ৩০/০৩/২৩ইং

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শনিবার, ২২ আগস্ট, ২০২০

দয়া কর আল্লাহ ২

আল্লাহ তুমি দয়ার সাগর,
আমায় একটু দয়া কররে;
আমি অধম,খোরশেদ আলম
কান্দি তোমার দরবারে!
আমরা অধম গুনাহগার
কান্দি তোমার দরবারে!
মন পূজা,পেট পূজা,
হলাম হরেক পূজারি;
ভুুলে গেছি বেচে আছি
এইতো দয়া শুধু তোমারি!
আল্লাহ তুমি কর দয়া
মাপ করে দাও আমারে
আমি অধম,খোরশেদ আলম
কান্দি তোমার দরবারে!
আমরা অধম গুনাহগার
কান্দি তোমার দরবারে!
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

সোমবার, ২৩ মার্চ, ২০২০

দয়া কর আল্লাহ!

নাইরে কোন মহান মালিক
আল্লাহ তুমি ছাড়া...
নাইরে কোন রক্ষাকারী
আল্লাহ তুমি ছাড়া!
আজাব যদি দাও তুমি
কে রুখিতে পারে.....
কাঁদছে আজি তোমার বান্ধা
তোমারি দ্বারে!
দয়া করে আল্লাহ তুমি
দাও ক্ষমা করে,
দাও ক্ষমা করে!
ডাক্তার বল কবিরাজ বল
আল্লাহ তুমি সব
ডাকছে আজি তোমার বান্ধা
ইয়া রব! ইয়া রব!

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০

কেন আজ নিরবতা!

শুনছেনা আজ বিশ্ব বাসি
মুসলমানদের আর্তনাদ!
জাগবে যখন মুমিন ভাইরা
নাম দিবে তারা মৌলবাদ!
মারছে তারা পশুর মত
ফেলছে তারা নিত্য লাশ;
জাগবে যখন মুমিন ভাই
বলবে তারাই সন্ত্রাস!
ধর্ম নিয়ে বাড়াবাড়ি
আমার নবীর নিষেধ তাই;
তোরা পেলি সুযোগ আজ
আমার ভাইরা মার খায়!
মরলে হায়েনা ধরিস বাইনা
চিল্লাশ বলে মানবতা!
মারছে আজি জান্ত মানব
কেন আজ তোদের নিরবতা?
জাগ্রত কর, জাগ্রত কর মানবতা
বাড়িয়েছি আমি দুটি হাত;
বন্ধ কর,বন্ধ কর হানাহানি
বিলুপ্ত হোক যত সন্ত্রাসবাদ!

লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০

রাষ্ট্র ভাষা বাংলা চাই!

সংগ্রহীত
ভুলে নাই আজও জাতি
ভুলে নাই ভুলে নাই;
রক্ত দিয়ে যারা লিখেছে
রাষ্ট্র ভাষা বাংলা চাই!
রাষ্ট্র ভাষা বাংলা চাই!
ভুলে নাই আজও জাতি
ভুলে নাই ভুলে নাই!
ভুলে গিয়ে পিতার স্নেহ
মায়ের পরম ভালভাসা;
নেমেছিল রাজপথে দাবীতে
বাংলা চাই রাষ্ট্র ভাষা!
হায়েনার গুলি কেমনে ভুলি
বিঁধিল ভাইয়ের গায়!
রক্তাক্ত হাতে চাপিয়া বুক
বলেছে রাষ্ট্রভাষা বাংলা চাই!
ভুলি নাই তোমাদের ভুলি নাই
প্রতিটি বাংলার বর্ণে বর্ণে
তোমাদের স্মৃতি খুজে পাই;
ভুলি নাই তোমাদের ভুলি নাই!
হৃদয় হতে আজ সারা বিশ্ব
তোমাদের শ্রদ্ধা জানাই!
২০/০২/১৭ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!