শুক্রবার, ২৭ জুন, ২০২৫
রাজনীতিবিদ সেই
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
প্রতারণার চতুর্থ পর্ব (দ্বিতীয় অংশ)
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
অন্ত পুরের সপ্ন বীণা
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
প্রতারণার ফাঁদ! চতুর্থ পর্ব (প্রথম অংশ)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
সম্মানিত পাঠক ও পাঠিকাগন আমি আগেই ঘোষণা দিয়েছিলাম এবারের প্রতারণা বিষয় হবে নতুন লেখক লেখিকা অথবা নতুন শিল্পীদের জন্য। আগে আমি মোবাইল ব্যাংকিং লেনদেনে প্রতারণার বিষয়ে আলোকপাত করেছি আজকের বিষয় নতুন লেখক /লেখিকা ও শিল্পী।
আসলে নতুন যারা লেখালেখি করে বা নাচ-গান। বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমের মাধ্যমে কম বেশি সবাই অভিনয় নাচ গান সহজে আয়ত্ত করে নিচ্ছে। আমাদের সময় উপন্যাস,কবিতা,সাপ্তাহিক টিভি সিনেমা ইত্যাদি ছিল এখন আর ও সমৃদ্ধ হয়েছে তাই সহজে উঠতি বয়সে ছেলে মেয়েরা সহজে এসব মাধ্যমে জড়িয়ে পড়ে।তাদের ভিতর একটা আবেগ কাজ করে যে আমাকে লেখক হিসেবে বা শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
তাই কোথাও কোন বিজ্ঞাপনে লেখা আহবান বা কারো মাধ্যমে ঠিকানা পেলে কয়েক টাকা খরচ করে লেখা বা ভিডিও পাঠিয়ে দেই উক্ত ঠিকানায়। কিন্তু আমার বা আপনার লেখাটি পৌঁছানোর পর ওখান থেকে চিঠি আসে লেখক হিসেবে সদস্য হওয়ার আহ্বান সেই সাথে সদস্য ফি বাবদ ১২৫০ টাকা বা অনুরুপ ইত্যাদি।এক সময় আমার নামে বই আসে যা টাকা দিয়ে নিয়েছি আমার লেখা প্রকাশিত বই মনে করে। প্যাকেট খোলার পর বুঝি এখানে আমার কোন লেখা নাই তারা তাদের প্রকাশিত বই আমাকে বিক্রি করল যা আমার কোন ইচ্ছাই নেই। তবে কিছু সংগঠন বা বড় কোন কোম্পানি তাদের ব্র্যান্ডিংয়ের জন্য কিছু প্রতিযোগিতার আহবান করে আপনি নির্দ্বিধায় এ সমস্ত প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারেন। আমি অনেকগুলোতে অংশগ্রহণ করেছিলাম তারা বিনা খরচে আমার প্রাপ্যটুকু আমাকে দিয়ে দিয়েছেন। যেখানে আমার খরচ মাত্র ডাকযোগে লেখা পাঠানোর খরচ টাই। আমার নামে বই পাঠিয়েছে সার্টিফিকেট দিয়েছে সব বিনা খরচে। অভিনয়শিল্পী /মডেলিং/নাচ গান ক্ষেত্রে বিজ্ঞাপন ছাপানো হয় নতুন শিল্পীর জন্য। আবেদন করলে আবেদনপত্র পাওয়ার সাথে সাথে শিল্পীর কাছে চিঠি আসে আপনি নির্বাচিত হয়েছেন জুরিবোড আপনাকে মনোনীত করেছে। সদস্য ফি বাবদ ৫০০০ টাকা বা অনুরূপ ইত্যাদি জমা দিয়ে সদস্য কার্ড নেওয়ার জন্য। উক্ত টাকা জমা দেওয়ার পর নতুন পর্ব শুরু হবে ।
আগামী ১০ তারিখ আপনার শুটিং আপনাকে যে চরিত্র দেয়া হবে সেই চরিত্রে অভিনয় করতে হবে । রাজি হয়ে গেলেন। অভিনয়ের পোশাক ও অন্যান্য খরচ বাবদ ২০ হাজার টাকা দরকার,আপনি আসার সময় টাকাটা নিয়ে আসবেন। এবার আপনার চলে আসার পালা। আপনি দশ তারিখে হাজির হবেন টাকা নিয়ে। আপনি যখন যাবেন প্রযোজক পরিচালকের ছবি দেখিয়ে পরিচয় করিয়ে দেবে। অমুক ছবির পরিচালক, অমুক নাটকের পরিচালক ইত্যাদি।
পরবর্তী দ্বিতীয় অংশে
শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
প্রতারণার নব ফাঁদ তৃতীয় পর্ব
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
লেখক:-মোহাম্মদ খোরশেদ আলম
হিংসা ভুলে
বিদ্বেষ ভুলে
ভুলে যাও শত্রুতা;
ভুলে যেও না তুমি
তোমায় যে দিয়েছে ছাতা।
আম বেচ জাম বেচ
বেচো ব্যথার মলম ;
বেচ না গো বন্ধু তুমি
তোমার হাতের কলম।
দুঃখ আসুক কষ্ট আসুক
হোক না নিজের ক্ষতি
অমানিষার ঘোর কেটে যাক
মুক্ত থাকুক জাতি।
মানচিত্রের মান রাখ
থাকতে দেহে প্রাণ;
মানচিত্র না থাকিলে
কে করবে তোমায় সম্মান।
যতই হোক আধার কালো
জ্বলবে ঠিকই বাতি
সচল রাখো বুদ্ধি বিবেক
মুক্ত থাকুক জাতি।
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
শনিবার, ২২ আগস্ট, ২০২০
দয়া কর আল্লাহ ২
আমায় একটু দয়া কররে;
আমি অধম,খোরশেদ আলম
কান্দি তোমার দরবারে!
আমরা অধম গুনাহগার
কান্দি তোমার দরবারে!
মন পূজা,পেট পূজা,
হলাম হরেক পূজারি;
ভুুলে গেছি বেচে আছি
এইতো দয়া শুধু তোমারি!
আল্লাহ তুমি কর দয়া
মাপ করে দাও আমারে
আমি অধম,খোরশেদ আলম
কান্দি তোমার দরবারে!
আমরা অধম গুনাহগার
কান্দি তোমার দরবারে!
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
সোমবার, ২৩ মার্চ, ২০২০
দয়া কর আল্লাহ!
আল্লাহ তুমি ছাড়া...
নাইরে কোন রক্ষাকারী
আল্লাহ তুমি ছাড়া!
আজাব যদি দাও তুমি
কে রুখিতে পারে.....
কাঁদছে আজি তোমার বান্ধা
তোমারি দ্বারে!
দয়া করে আল্লাহ তুমি
দাও ক্ষমা করে,
দাও ক্ষমা করে!
ডাক্তার বল কবিরাজ বল
আল্লাহ তুমি সব
ডাকছে আজি তোমার বান্ধা
ইয়া রব! ইয়া রব!
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০
কেন আজ নিরবতা!
মুসলমানদের আর্তনাদ!
জাগবে যখন মুমিন ভাইরা
নাম দিবে তারা মৌলবাদ!
মারছে তারা পশুর মত
ফেলছে তারা নিত্য লাশ;
জাগবে যখন মুমিন ভাই
বলবে তারাই সন্ত্রাস!
ধর্ম নিয়ে বাড়াবাড়ি
আমার নবীর নিষেধ তাই;
তোরা পেলি সুযোগ আজ
আমার ভাইরা মার খায়!
মরলে হায়েনা ধরিস বাইনা
চিল্লাশ বলে মানবতা!
মারছে আজি জান্ত মানব
কেন আজ তোদের নিরবতা?
জাগ্রত কর, জাগ্রত কর মানবতা
বাড়িয়েছি আমি দুটি হাত;
বন্ধ কর,বন্ধ কর হানাহানি
বিলুপ্ত হোক যত সন্ত্রাসবাদ!
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
রাষ্ট্র ভাষা বাংলা চাই!
![]() |
| সংগ্রহীত |
ভুলে নাই ভুলে নাই;
রক্ত দিয়ে যারা লিখেছে
রাষ্ট্র ভাষা বাংলা চাই!
রাষ্ট্র ভাষা বাংলা চাই!
ভুলে নাই আজও জাতি
ভুলে নাই ভুলে নাই!
ভুলে গিয়ে পিতার স্নেহ
মায়ের পরম ভালভাসা;
নেমেছিল রাজপথে দাবীতে
বাংলা চাই রাষ্ট্র ভাষা!
হায়েনার গুলি কেমনে ভুলি
বিঁধিল ভাইয়ের গায়!
রক্তাক্ত হাতে চাপিয়া বুক
বলেছে রাষ্ট্রভাষা বাংলা চাই!
ভুলি নাই তোমাদের ভুলি নাই
প্রতিটি বাংলার বর্ণে বর্ণে
তোমাদের স্মৃতি খুজে পাই;
ভুলি নাই তোমাদের ভুলি নাই!
হৃদয় হতে আজ সারা বিশ্ব
তোমাদের শ্রদ্ধা জানাই!
২০/০২/১৭ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
