মুক্ত থাকুক জাতি
লেখক:-মোহাম্মদ খোরশেদ আলম
লেখক:-মোহাম্মদ খোরশেদ আলম
হিংসা ভুলে
বিদ্বেষ ভুলে
ভুলে যাও শত্রুতা;
ভুলে যেও না তুমি
তোমায় যে দিয়েছে ছাতা।
আম বেচ জাম বেচ
বেচো ব্যথার মলম ;
বেচ না গো বন্ধু তুমি
তোমার হাতের কলম।
দুঃখ আসুক কষ্ট আসুক
হোক না নিজের ক্ষতি
অমানিষার ঘোর কেটে যাক
মুক্ত থাকুক জাতি।
মানচিত্রের মান রাখ
থাকতে দেহে প্রাণ;
মানচিত্র না থাকিলে
কে করবে তোমায় সম্মান।
যতই হোক আধার কালো
জ্বলবে ঠিকই বাতি
সচল রাখো বুদ্ধি বিবেক
মুক্ত থাকুক জাতি।
২৬/১০/২০২৪ইং
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন