কেমনে করে দাবি
বানাইয়া নিজের হাতে পুতুল
এঁকে হরেক ছবি:
সেসব তোমার করবে মঙ্গল
কেমনে করো দাবি?
আমি নাকি তোমরা বেকুব
বসে বসে ভাবি !
সেসব তোমার করবে মঙ্গল
কেমনে করো দাবি?
রং দিলা মনের মতন
আকৃতি দিলা নিজে;
সুখ শান্তি কল্যাণ
আরো চাও কত কিযে!
এক কদম হাঁটার জন্য
যার ক্ষমতা নাই
সে কেমনে করবে
অশান্তি আর দুষ্কৃতি বিদায়!
গলে গিয়ে কাদা হবে
ঢেলে দিলে পানি;
সেই সবে নাকি দূর করিবে
তিমির রজনী!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন