অন্ত পুরের সপ্ন বীণা
মোহাম্মদ খোরশেদ আলম
---------------------------------
আমি হলাম সপ্ন চাষি
সপ্ন আমার রাশি রাশি
বলে সপ্নেরা আসি আসি
আমি সপ্নকে ভালবাসি!
কিছু সপ্নরা খেল ফাঁসি
সুখ পালাল কাঁশি কাঁশি
ধরে আছি সপ্নের রশি
কিছু সপ্ন ফুটাই হাসি!
আছি ঠিক যেমন চাষি!
মলিন আজ মুখের হাসি
স্বপ্ন আমার হল বাসি
তবুও রইলাম খুশি
আমি যে স্বপ্ন চাষি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন