মোহাম্মদ খোরশেদ আলম
রোজা তোমার কাছে বোঝা মনে হয়
আমার কাছে সোজা!
রোজা তোমার
কাছে পূজা মনে হয়
আমার নিজেকে বুঝা।
রোজা তোমার কাছে গ্যাষ্টিক
আর দারুন ক্ষুধার
চাপ;
আমার কাছে স্বাস্থ নিয়ন্ত্রণ
ক্ষয় করে পুর্ব পাপ!
রোজা মানে তোমার কাছে
উপোস
থাকা সারাক্ষন!
আমার কাছে আল্লাহ ও
তার সন্তুষ্টি পাইতে অনশন।
রোজা মানে তোমার কাছে
ধর্মের অন্ধ অনুসরণ!
আমার কাছে আত্বশুদ্ধি
আর শুদ্ধতার প্রচলন।
৩০/০৩/২৩ইং
লেখাটি
পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন