মোহাম্মদ খোরশেদ আলম
তুই লেংটা থাকবি
নাকি ঢেকে রাখবি;
কার কি আসে যায়
চেয়ে দেখ রাস্তার দ্বারে
কত লেংটা ঘুমায়!
যার সাথে যার বসবাস;
ধান ক্ষেতে কি
হয় মধুর চাষ?
তোর মত তুই খুজে নিয়ে
খেলে যা লেংটা তাস!
সময় হলে জানতে পারবি
কোন যুগে তোর বসবাস!
কাঠালের গাঁয়ে কাঁটা ভরা
ভিতরে কি মিষ্টি!
কলা🍌যদি ছিলে বেঁচে
যাবে কি তোর দৃষ্টি?
যার যতটুক শালীনতা
বজায় রাখতে হবে ;
সমাজটা তো আমাদেরই
সাজিয়ে রাখতে হবে।
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন