শুক্রবার, ২৭ জুন, ২০২৫

রাজনীতিবিদ সেই

রাজনীতিবিদ সেই 
দেশের কথা ভাববে যেই 
রাজনীতিবিদ সেই 
জনতার কথা বুঝবে যেই
রাজনীতিবিদ সেই 
প্রিয় সন্তানকে দেশে পড়াবে যেই
রাজনীতিবিদ সেই 
নিজের আরোগ্য দেশে খুজবে যেই
রাজনীতিবিদ সেই 
জনতার দূঃসময়ে পাশে থাকবে যেই
রাজনীতিবিদ সেই 
দেশের সমস্যা সমাধানে লড়বে যেই
রাজনীতিবিদ সেই 
নিজেকে বিলিয়ে দেবে যেই
রাজনীতিবিদ সেই 
ক্ষমতা আর অর্থমোহে অন্ধ হবে না যেই
রাজনীতিবিদ সেই 
নীতির জন্য স্বজন প্রীতি ত্যাগ করে যেই 
রাজনীতিবিদ সেই 
নিজের স্বার্থে অন্যের গোলামী করে না যেই
রাজনীতিবিদ সেই 
ক্ষমতা কিনতে চাই না যেই
রাজনীতিবিদ সেই 
চামচামি আর তোষামোদি করে না যেই
রাজনীতিবিদ সেই
নীরবতার মাঝে প্রতিবাদ করে যেই
রাজনীতিবিদ সেই
জনতার মাঝে নিজের সুখ খুঁজে পাবে যেই
রাজনীতিবিদ সেই ।
হাজার বছর রাজনীতি করে 
সুসময় যেজন করে পকেট ভারি 
আসলে সে রাজনীতিবিদ নয় 
সেতো হল মুখোশধারী! 

২০২৫ ইং 
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই: