শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

প্রবাসীরা সুখে নাই
কত কষ্ট তাদের মনে;
কবে হবে মিলন খোদা 
আমার প্রানবন্ধুর সনে!
এইতো আমার সপ্নের জাল
আর বেশি নাই বাকি;
না জানি কেমন আছে
আমার প্রানপাখি!
চটপট করে হৃদয় 💓
থাকতে ময়নার পাশে
হিয়ার মাঝে শূন্যতা
ক্ষনেক যায় আর আসে...
দিনের পরে রাত আসে
রাতের পরে দিন!
সর্বাঙ্গে অস্থির অস্থির
আমার বন্ধুয়া বিহীন।
লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!