বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

প্রতারণার ফাঁদ! চতুর্থ পর্ব (প্রথম অংশ)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। 

সম্মানিত পাঠক ও পাঠিকাগন আমি আগেই ঘোষণা দিয়েছিলাম এবারের প্রতারণা বিষয় হবে নতুন লেখক লেখিকা অথবা নতুন শিল্পীদের জন্য। আগে আমি মোবাইল ব্যাংকিং লেনদেনে প্রতারণার বিষয়ে আলোকপাত করেছি আজকের বিষয় নতুন লেখক /লেখিকা ও শিল্পী। 

আসলে নতুন যারা লেখালেখি করে বা নাচ-গান। বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমের মাধ্যমে কম বেশি সবাই অভিনয় নাচ গান সহজে আয়ত্ত করে নিচ্ছে। আমাদের সময় উপন্যাস,কবিতা,সাপ্তাহিক টিভি সিনেমা ইত্যাদি ছিল এখন আর ও সমৃদ্ধ হয়েছে তাই সহজে উঠতি বয়সে ছেলে মেয়েরা সহজে এসব মাধ্যমে জড়িয়ে পড়ে।তাদের ভিতর একটা আবেগ কাজ করে যে আমাকে লেখক হিসেবে বা শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। 

তাই কোথাও কোন বিজ্ঞাপনে লেখা আহবান বা কারো মাধ্যমে ঠিকানা পেলে কয়েক টাকা খরচ করে লেখা বা ভিডিও পাঠিয়ে দেই উক্ত ঠিকানায়। কিন্তু আমার বা আপনার লেখাটি পৌঁছানোর পর ওখান থেকে চিঠি আসে লেখক হিসেবে সদস্য হওয়ার আহ্বান সেই সাথে সদস্য ফি বাবদ ১২৫০ টাকা বা অনুরুপ ইত্যাদি।এক সময় আমার নামে বই আসে যা টাকা দিয়ে নিয়েছি আমার লেখা প্রকাশিত বই মনে করে। প্যাকেট খোলার পর বুঝি এখানে আমার কোন লেখা নাই তারা তাদের প্রকাশিত বই আমাকে বিক্রি করল যা আমার কোন ইচ্ছাই নেই। তবে কিছু সংগঠন বা বড় কোন কোম্পানি তাদের ব্র্যান্ডিংয়ের জন্য কিছু প্রতিযোগিতার আহবান করে আপনি নির্দ্বিধায় এ সমস্ত প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারেন। আমি অনেকগুলোতে অংশগ্রহণ করেছিলাম তারা বিনা খরচে আমার প্রাপ্যটুকু আমাকে দিয়ে দিয়েছেন। যেখানে আমার খরচ মাত্র ডাকযোগে লেখা পাঠানোর খরচ টাই। আমার নামে বই পাঠিয়েছে সার্টিফিকেট দিয়েছে সব বিনা খরচে। অভিনয়শিল্পী /মডেলিং/নাচ গান ক্ষেত্রে বিজ্ঞাপন ছাপানো হয় নতুন শিল্পীর জন্য। আবেদন করলে আবেদনপত্র পাওয়ার সাথে সাথে শিল্পীর কাছে চিঠি আসে আপনি নির্বাচিত হয়েছেন জুরিবোড আপনাকে মনোনীত করেছে। সদস্য ফি বাবদ ৫০০০ টাকা বা অনুরূপ ইত্যাদি জমা দিয়ে সদস্য কার্ড নেওয়ার জন্য। উক্ত টাকা জমা দেওয়ার পর নতুন পর্ব শুরু হবে ।

আগামী ১০ তারিখ আপনার শুটিং আপনাকে যে চরিত্র দেয়া হবে সেই চরিত্রে অভিনয় করতে হবে । রাজি হয়ে গেলেন। অভিনয়ের পোশাক ও অন্যান্য খরচ বাবদ ২০ হাজার টাকা দরকার,আপনি আসার সময় টাকাটা নিয়ে আসবেন। এবার আপনার চলে আসার পালা। আপনি দশ তারিখে হাজির হবেন টাকা নিয়ে। আপনি যখন যাবেন প্রযোজক পরিচালকের ছবি দেখিয়ে পরিচয় করিয়ে দেবে। অমুক ছবির পরিচালক, অমুক নাটকের পরিচালক ইত্যাদি।


পরবর্তী দ্বিতীয় অংশে





শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

কবিতা:-মৃত্যুর পর 
লেখক,আবৃতি ও এডিটিং:-মোহাম্মদ খোরশেদ আলম
ভিডিও চিত্র সংগ্রহীত। 


লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

সুখ বিলাপ 
লেখক,আবৃত্তি এডিটিং :-মোহাম্মদ খোরশেদ আলম
চিত্রসমূহ সংগ্রহীত 



লেখাটি পড়ে যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না!